iStore Uttara-এ শপিং করুন ৩০% ডিস্কাউন্ট ভাউচারে। মাত্র ৩ দিনে এক্টিভ।
ভাউচারটি সংগ্রহ করতে অগ্রিম মূল্য পরিশোধ করতে হবে।
পেমেন্ট করা যাবে বিকাশ, নগদ এবং ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে। তবে অন্যকোন ভাউচার ব্যালেন্স ব্যবহার করে এই গিফট ভাউচার ক্রয় করা যাবেনা।
ভাউচার ক্রয়ের ৩ কর্মদিবস পর “ভাউচার এক্টিভিশন কোড” গ্রাহককে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে।
একটি একাউন্ট থেকে একই ব্র্যান্ডের সর্বোচ্চ ৩টি অর্ডার করা যাবে। ভাউচার অর্ডার করা যাবে, স্টক থাকা পর্যন্ত।
সফল ক্রয়কৃত গিফট ভাউচার-এর পেমেন্ট রিফান্ডেবল নয়।
এই ভাউচার-এর মেয়াদ ৬০ দিন (এক্টিভ হওয়ার পর থেকে) । ৬০ দিনের মধ্যে ব্র্যান্ড শপে ভাউচার ব্যবহার সম্পন্ন করতে হবে অন্যথায় ভাউচার টি বাতিল হিসেবে গন্য হবে।
একটি ভাউচার-এর এমাউন্ট অবশ্যই একটি অর্ডারে খরচ করতে হবে, পার্শিয়াল খরচ বা টাকা রিটার্ন করার অপশন নেই।
শপিং এর এমাউন্ট, ভাউচার এমাউন্ট থেকে বেশি হলে কাস্টমার ক্যাশ/ক্রেডিট কার্ড দিয়ে অতিরিক্ত বিল পরিশোধ করতে পারবে। কিন্তু কম হলে কোন টাকা ফেরত পাবে না।
এই ভাউচার দিয়ে পেমেন্ট করা পণ্যের ক্ষত্রে এক্সচেইঞ্জ/ রিটার্ন/ রিফান্ড পলিসি প্রযোজ্য হবে না।
পণ্যের উপর আরোপিত ভ্যাট ভাউচার মুল্যের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে ক্রয়মূল্য ভাউচার মূল্যের বেশি হলে অতিরিক্ত মূল্য কাস্টমার পরিশোধ করবে।
ব্র্যান্ড শপে কাস্টমার কে অবশ্যই ভাউচার এক্টিভিশন কোড এবং কাস্টমারের রেজিস্টার্ড মোবাইল থেকে দেখাতে হবে। ব্যর্থ হলে পিকবাজার বা ব্র্যান্ড শপ কোন দায়ভার নিবে না।
এই ভাউচার নিয়ে আউটলেটে গিয়ে শপিং করতে পারবেন।
ভাউচার এক্টিভিশন কোড রিসিভ করার পর ব্র্যান্ড শপের নর্থ টাওয়ার উত্তরা, ঢাকা) এর শাখা থেকে শপের স্টকে থাকা পণ্য ক্রয় করতে পারবেন।
এই ভাউচার দিয়ে ব্রান্ড শপের শুধুমাত্র স্টক থাকা এক্সেসরিজ (ইলেকট্রনিক্স ও ওয়্যারলেস সুবিধা ব্যাতীত) আইটেম ক্রয় করা যাবে।
এই ভাউচার ক্যাম্পেইন ও পন্য নির্ধারন এর নিয়মে যে কোন পরিবর্তন/পরিমার্জন এর সর্ব অধিকার সংরক্ষণ করে পিকবাজার.কম.বিডি।